05 July 2016

গীতশ্রী সিনহা



আগুন জ্বালাবার মুহূর্ত
আমি আগুন জ্বালাবো বলে
দীর্ঘকাল
খড়কুটো , মরাঘাস
হলদে ছেঁড়া পাতা
আরও কিছু সামগ্রী জড়ো করে রাখছি;
আগুন জ্বালাবো তাই
প্রতি মুহূর্তে নিজেকে প্রস্তুত রাখছি;
আমি সমস্ত আয়োজন
সম্পূর্ণ করতে করতে জেনেছি
প্রতিটি মুহূর্ত কেমন আশ্চর্য সম্ভাবনাময়!
এবং যে কোনো মুহূর্তই আগুন জ্বালাবার মুহূর্ত।



আকাশ রেখা

আকাশ রেখাকে আরো একটু খাটো করে দাও,
অত উঁচুতে কি দৃষ্টি যায়?
অত উঁচুতে স্নায়ু-কোষ বিহ্বলতা, পতন ও মূর্ছার হিষ্টিরিয়া
আমাদের আয়ুর ফিতেকে ছেঁটে দেয় স্কাইস্ক্রাপার উচ্চাশা,
একবার নীচু চোখে চেয়ে দেখো,
ঘাসফুল ফুটে আছে সবুজ জাজিমে
বাতাস ও বৃষ্টির গ্রামীণ ধর্ষণেও
সে কোনদিনও রক্তাক্ত হবে না
অথচ দীর্ঘ বৃক্ষরাশি সত্তর কিলোমিটার ঝড়ের চুম্বনে
বেপথু নারীর মতো নেতিয়ে পড়ে
অর্ন্তবাস উড়ে যায় বাতাসে।
ঐ সূর্য তোরণ সন্ত্রাসী ধাক্কায় ধ্বসে পড়তে পারে যে কোন দিন
এসো , মৃত্তিকার স্পর্শে নেমে এসো
ঘাস ফুল ফুটে থাকা সবুজ জাজিমে।

No comments:

Post a Comment