এক আকাশ ভালবাসা দিলাম,
মেলে দেখ আঁখি
কেন ভুল করে, ছুটে আস বাঁধতে হাতে রাঁখি
তুমি আমার হৃদয়ে থাক, আর তুমি বুঝ ভুল,
কি করে পাই জীবন নদীর খোঁজে আমি কূল।
কি করে যে, কেমন করে, অন্তরেতে তোমার জায়গা পাই
নেই যে চাওয়া আর কিছু গো, শুধু তোমার মনটাই চাই।
আমি চাই হতে সখা তোমার, তুমি বানাও ভাই,
এই দুঃখ কোথায় রাখি, কোন ভুবনে পালিয়ে যাই।
এতো কঠিন পাষাণ তুমি কেমনে হয়ে যাও
না বলে যে যাচ্ছ চলে, একবার পেছন ফিরে চাও
তুমি বিনে কাঁটেনা বেলা, সেই খবর কি তুমি নাও
হৃদয় জুড়ে করি বাস, সেই বার্তা কি তুমি পাও।
আমার আকাশ ক্ষুদ্র অতি, ভাবছ পাবে না জীবনে গতি
ছোট্র ঘরে সুখে রাখবো হাতটি ধর, করোনা এখানে ইতি
বাসি ভাল অনেক বেশি সখা করে নাও
হৃদয়ে তোমার কয়েক ইঞ্চি জায়গা করে দাও।
কেন ভুল করে, ছুটে আস বাঁধতে হাতে রাঁখি
তুমি আমার হৃদয়ে থাক, আর তুমি বুঝ ভুল,
কি করে পাই জীবন নদীর খোঁজে আমি কূল।
কি করে যে, কেমন করে, অন্তরেতে তোমার জায়গা পাই
নেই যে চাওয়া আর কিছু গো, শুধু তোমার মনটাই চাই।
আমি চাই হতে সখা তোমার, তুমি বানাও ভাই,
এই দুঃখ কোথায় রাখি, কোন ভুবনে পালিয়ে যাই।
এতো কঠিন পাষাণ তুমি কেমনে হয়ে যাও
না বলে যে যাচ্ছ চলে, একবার পেছন ফিরে চাও
তুমি বিনে কাঁটেনা বেলা, সেই খবর কি তুমি নাও
হৃদয় জুড়ে করি বাস, সেই বার্তা কি তুমি পাও।
আমার আকাশ ক্ষুদ্র অতি, ভাবছ পাবে না জীবনে গতি
ছোট্র ঘরে সুখে রাখবো হাতটি ধর, করোনা এখানে ইতি
বাসি ভাল অনেক বেশি সখা করে নাও
হৃদয়ে তোমার কয়েক ইঞ্চি জায়গা করে দাও।
No comments:
Post a Comment