05 July 2016

রোদের ছায়া



থামাও তোমার রথ এইখানে
ব্রহ্মচারি
থামাও তোমার রথ এই খানে
যেখানে মিশে আছে পৃথিবীর রূপ
ঝুপ করে নেমে আসা শারদ সন্ধ্যা
চিকন কচি পাতার মায়া
কিশোরীর নিষ্পাপ গালে

নরম ঘাসের বুকে শিশির জমে
ভালবেসে ,এইখানে অবেলায়
কানামাছি খেলা জমে
জমাট আঁধার চিরে উড়ে যায়
ধূসর লক্ষ্মী পেঁচা

সুপারির বনে ডেকে উঠে হরিয়াল
ঘাসফড়িঙয়ের সবুজ পাখা কাঁপে
কাঁপে জেলে বৌ অচেনা শিহরনে
কৌমুদী রাতে,
জোয়ারের নদী জাগে
এইখানে ।

কোমলতা
এইখানে ভালবাসা
এইখানে ফসলের ভাড়
এইখানে উঁকি দেয় বিস্ময়ে
নরম সকাল।

এইখানে শিশিরের ছোঁয়া
মাটির সুঘ্রাণ
জীবনের ভাড়ারে জমে
অনাবাদি প্রাণ।

এইখানে কোমল আঁধার
বারোয়ারি মিল
পাখির অসল চোখ খোঁজে

আকাশের নীল।

No comments:

Post a Comment