14 July 2016

অহ নওরোজ




ভাজপত্র
ফাগুনের রোদে ধীরে ধীরে ভেসে ওঠে প্রসারিত সুবর্ণচিত্র। পাহাড় আর সমুদ্রে সূর্যোদয়ের তুলনা নেই। ঝিলম নদীর তিরে সোয়ান উপত্যকায়ও সূর্যোদয় সুন্দর; অভিজাত মানুষের গল্পের মত মনোরম। 

তবু নিরক্ষর বেশ্যাদের অন্ধকারই প্রিয়; অন্ধকারেই শান্তি। অপলক চোখের তারা ঠেসে বসে থাকা রাগের মত শ্রান্তি।

শৈবালের গল্প মিথ্যা মনে হয়।

জল এবং আলো

অনুরাগ কিংবা হতাশা

কখনো বদলায় না। বদলায় শুধু প্রান্তরবাসীর রমণীয় মুখোশ-নাচ।


________________________________________
________________________________________



আপেলবীথি
দিনের পর দিন কাত হয়ে পড়ে থাকে মদের পিপে, টকটক গন্ধের ভেতর ডুডুক বাজুক কিংবা জয়নদ্বীপ জ্বলুক, কি এসে যায়!

কি খবর তাদের ?

এয়ারকন্ডিশনে যারা ঘুমায়। 
আশ্চর্য সব প্রকোষ্ঠের মতো ঘরে মানুষ ঘুমায়; শহরে, নগরে, সমস্ত পৃথিবীতে। তারা যেন ভাবে নরকের গভীরে একটি মাত্র স্বর্গ; একটি মাত্র অনুরাগ।

আমার মেজাজ নষ্ট হয়। 

ফুল অথবা অশ্রু, হাত অথবা হুর কখনো আলাদা থাকেনা। আলাদা থাকে শুধু মানুষ এবং মানুষ।



No comments:

Post a Comment