05 July 2016

রুদ্র নীলিম






অসহ্য সুখের নাও; জানালাও...
নীল সামিয়ানা ঘূর্ণিপাক মেঘ বজ্রপাতের উ
সব;নীলে তুলো সাদাকালো কার্পেট অবাধ
সুগন্ধি ছলনা...
জলজ রাতের কুয়াশা;হিম টুপটাপ জানালার রক্ষণশীল পর্দায়।
__
তবুও তন্দ্রায় আমি রোজকার বাজ; স্বপ্ন তল্লাশে অন্ধাকাশে কানা
স্বপ্নশিকারি;মিল্কিওয়ে পথে, গ্যালাক্সি'র বৃত্তাকার ডানা ঝাপটানো অযাচিত; উড়াল উড়নচণ্ডী।
কোথায় যে হিজল আর শিমুল আর কদমে ঝুলন্ত বাদুড়...
আহ্বান শুনি আঁধারে মরীচিকার...
শুধু ডানা ঝাঁপটানো;ধুলোরির আসমান ময়দানে এক নিশাচর
___
আমার সমুদ্র তল্লাটে মরা জাহাজের জঙ্গলে, উড়াল ঢেউ চাঁড়াল বাতাস বেহুদা ঘূর্ণিপাক। আধাপাকা চাঁদ...
_____
কালো ক্যানভাস জঙ্গল;নিশাচর কাঁদে গানের সুরে;
আবছা চিত্রকল্প হু- হু- ছোপ ছোপ দাগ
সব চু-প-চা-প


No comments:

Post a Comment