05 July 2016

রাবেয়া রাহীম



আমার নিঃশব্দ কথা

দেখা হবে একদিন,
ভীষণ কোন রোমান্টিক কবিতায়
 
শেষোপাখ্যানের মধুর মিলনে কিংবা
বিরহের অগ্নিজ্বালায়
।।

দেখা হবে,
গ্রীষ্মের রোদ্দুরের উদাস দুপুরে
একাকি বসে থাকা...
কিংবা হেমন্তের পাতাঝরা বিকেল
নীল অপরাজিতার ঘ্রাণে ডুবসাঁতার
নিঃশ্বাসে প্রশ্বাসে উড়িয়ে তোমার চুল
শুষ্ক অধরে গভীর অনুরাগ
।।

দেখা হবে--গল্পও অফুরান
হৃদয়ের গভীরে জড়িয়ে
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়ে
ভালোবাসার নিভৃত আলিঙ্গনে
তোমার ঠোঁটে আমার নিঃশব্দ
হাজারো না বলা কথায়
।।



 

হৃদপিন্ডে রক্তক্ষরণ


পৌরানিক চুম্বন সমাপ্ত হলে দীর্ঘশ্বাসে বাতাস ভারি হয়
শুক্রাণুর আন্দোলনে
 অন্ধকার  ক্রমশ ঘনীভূত হতে রয়
শূণ্য হাতে ভীষণ একা দাঁড়িয়ে সম্মুখে উত্তাল সাগর
ধর্ষিতা নারীর আলুথালু আঁচলে আগুনঝরা অভিশাপের শোক
তীরন্দাজ পাখিটার
 হৃদপিন্ডের রক্তক্ষরণ
অনাকাঙ্ক্ষিত প্রস্থান!
এক গুচ্ছ বেলী সৌরভ ছড়াতে যেয়ে দলিত মথিত হয়েছিলো
 আজ তাই, শিলার মত কঠিন আর মরুর মত রুক্ষ
ফোন দিতে গিয়েও থেমে যায় তর্জনী
কোনো বাহানা খুঁজে পাইনে
আমার বিষণ্ন দিনগুলো তোমাকে পাগলের মত খোঁজ
জীবন সেতো সর্বদাই মৃত
।।

No comments:

Post a Comment