31 March 2016

নাজমুন নাহার



রোদচশমা
তেহরানের খরা জমিনে লাগিয়েছি মুদ্রা গাছ
কোন একদিন ঘাস এবং বৃক্ষের পাতা গজালে
মারিয়ামের সন্তানের একটা খড়ের ঘর হবে
এ রকম ভাবনা যকিঞ্চি থাকতেই পারে-

তবু ঘোর লাগা বেষ্টনী তুমি দিলে
গত দিনের কিছু হৃদয় বিহীন মুঠোফোন
রোদচশমার আদলে একটা প্লাস্টিকের জার
এবং জাফরান-
শুনো নিকেশ এর কিছু ব্যপার থাকে-
এখন যেমন আমি দুধের দীঘিতে ডুবলে পাবো না
উল্টানো আঙ্গুর  গাছ
আনারের জমি এবং
হং টং বলে ছুটে আসা কিছু রাক্ষসের পা-

অথচ এই মেঘবিহীন রাতে তুমি  বলো  
তুমি এখন চশমা পরো না
ব্যান্ড বিহীন  ঘড়িটাও
টেবিলের কোনায় পড়ে থাকে-
শুধু একজোড়া চোখ
গোল গাল চশমার আংটায়
সেখানে তার অথবা আমার নিকেলের রক্ত
তোমাকে তো পাইন গাছের কথা বলিনি
সেও আজ থাকুক
সব কথা সকল সময় বলা  হয় না


অবিনশ্বর
নশ্বর নগরীতে দিলাম অবিনশ্বরীয় লীলা
তবু হাহাকার
গেঁথে ফেলো বর্শা দিয়ে ইরাবতী নদী
কোরাল গ্রামের জিয়ল মাছ মরছে
নীল সাপের বিষ ফনায়

সারারাত ক্ষুন্নিবৃত্তি
ইটালীর রুনের বিকেল কাটে এপেলোর সাথে
শিথিল হয়েছে রংচটা গাউন-

তবু অচেনা বিন্যাস
কেনো টানছে মৃত্যু

এক গাদা উপগাঁথা ম্লান হয়েছে

No comments:

Post a Comment