07 March 2016

রূপকথা রুবি




-বল, পানি নাকি জল?
-সেই কাল রাত থেকে এতবার ফোনকল, ফুটপাতে চায়ের দোকানে বসিয়ে এ কেমন ছল? কি বলবি বল
-নাহ্, এখানে বড্ড কোলাহল
ওদিকটা বেশ ফাঁকা, ওদিকেই গিয়ে বসি চল
-কি এমন কথা, যার জন্যে প্রয়োজন এত নিরবতা?
-কিভাবে বলি, যদি পাস ব্যথা
-উহ্!
-তবে এত করে ডাকলি কেন? এ অসহ্য যন্ত্রণা
-তাহলে বলি, তোকে আমি ভালবাসি না!
-হাহাহাহ, এ আর নতুন কি! সবই যে আমার জানা
-আরে বাহ্, এত সিরিয়াস একটা কথা বললাম তুই আমলেই নিলি না!
-না নিলাম না
-তোর সাথে আর পারি না
-আমি কি পারতে বলেছি?
-আরে আমিই বা কবে হারজিত খেলা খেলেছি!
-আমার কথা তুই বিশ্বাস করলি না তো! কি জানিস শুনবো বল
-ঐ যে, এক বিকেল কথা না হলে সন্ধ্যের পরে মুঠোফোনে কল, সারারাত থাকিস ভীষণ চঞ্চল, একটার পর একটা ক্ষুদেবার্তার ঝড় ওই ওই রে, এই এই রে ফোনটা ধর আজ রাতে না হয় ঘুমটাকে দিয়ে দে কবর, তোর মুখ না দেখে সারাটা দিন কেমন গেলো একবারও জানতে চাইলি না কেমন আছি, তুই নিলি না খবর

-না পরলাম না রে
-কি পারলি না রে?
-তোকে দুঃখ দিতে।



No comments:

Post a Comment