03 March 2016

মৌসুমী রহমান




কতটা রক্তক্ষরণ হলে

হৃদয়ে কতটা রক্তক্ষরণ হলে একবিন্দু লোনা জল হয়?
জানিনা-
জানি, বিশ্বাস ভঙ্গের অব্যক্ত অসহ্য তীক্ষ্ণ যন্ত্রণা
বিষাক্ত জ্বালাময়ী ছোবলে করে ফলা ফলা আত্মা
গভীর থেকে গভীরে আঘাত হানে প্রতিটা অনুক্ষণ
নিঃসঙ্গতা বলে দেয় কষ্টবোধ পোড়ায় কতটা অকৃপণ।

তোমার পরকীয়া প্রেম তোমায় দিয়েছে তৃপ্ততায়
মিষ্টি আলাপন, অবৈধ সুখের মায়াবী অনুরণন।

আর আমায়?
দিয়েছে প্রচুর, নিয়েছেও সীমাহীন... কষ্টের বিনিময়ে স্বপ্নিল সাজানো জগ

অপরাধ?
তোমার নেই, নেই এতটুকু পাপবোধ
বিবেকের স্বচ্ছজল নেই; আছে কি?
আছে পুরুষশার্দূল অহংকারী হুংকার
আছে নিজের পক্ষে পঙ্গু পঙ্কিল যুক্তিহীন যুক্তি
যা তোমাকে নোংরা পথে যোগায় চলার চলমান পাথেয়।

আমার?
অপরাধ অনেক, অনেক ত্রুটি, অনেক ভুল
ধুলাবালির সংসার আপন ভেবে সাজিয়েছি বলে।

আকাশ সম সীমাহীন বিশ্বাসে ভর করে
উড়িয়েছি রংধনু
নিঃস্ব ভেবে আপন করেছি এটুকুই ছিল অপরাধ।

তোমার দিনভর আমায় আগলিয়ে রাখা
নিজেকে তোমার আমাতে বিলীন করা
লিখতে আর বলতে প্রেম কাব্যকথা।
নিমিঝিমি কাটত কত কত মায়াময়ী প্রহর
যেমনটা এখন লিখ আর শোনাও অন্য কাউকে
তারও তেমনই হয় যেমনটা একদা আমার হত
স্বপ্ন স্বপ্ন অনাগত সুখের প্রত্যয়ী আশ্বাস।

তোমার
ভারি ভারি চিন্তাবোধ, পরের জন্য নিরন্তর মঙ্গল কামনা
পবিত্র ভাবনা, ভাল লাগার তীব্র মুগ্ধতা, নিঃস্বার্থ বিবাগী মন
আমার ভাল লেগেছিল, ভীষণ ভীষণ ভাল
যেমনটা এখন ভাল লাগাও অন্য কোন অচিন্ত্য কুমারীকে।

বুঝিনি
নারী প্রেমের কারবারি তুমি, মিথ্যে তোমার সাধুতা
ভন্ডামিতে গতকাল আমায় ভুলিয়েছ
আজ স্বপ্নবাজ অচিন্ত্যকুমারীকে
কাল অন্য কোন বিশেষ রমনীকে।
এভাবেই চলবে তোমার ভব খেলা।

তুমি যে পুরুষ, এটাতে অভ্যস্ত সমাজ
ছোবল খাই নারী, গেছে মা, যাব আমি।

No comments:

Post a Comment