এক পকেট বসন্ত
অচল মনে বসন্ত মেখো আজ সুরঞ্জনা
আকাশ ছিদ্র করে কল্পনায় উড়া-
উড়ি;ছাদের ফুলদানিতে খসে পড়া
সুগন্ধির খরগোশ,ছুটোছুটিতে শুনে নিও
বসন্ত ফুলের নগরীতে মাটি ছূঁই ছুঁই সুর
পিঁপড়ের প্রেমিকার খোঁপায় ভূবন সুখ;
দোলনার নাভিতে শেষ বিকেলের সুড়সুড়ি
দেখো খস খস বাতাসে পাশের
গাছগুলোর মডেল ঢেউ,
বলছে- বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে
বসন্তের যৌথ সুখে অপচয় সময়ও তুলে ধরে অধর।
খুঁজে নেয় ইঙ্গিতে দু'এক পাখির পদযুগ
কত যে পা ছাড়ে ওরা ওই দিবানের পথে...
নির্লজ্জ পায়ের ব্যাখ্যা দ্যাখো না সুরঞ্জনা।
দেখো এক পকেট বসন্তের পা,
আঙুলে কেমন ইচ্ছে উড়ান
বলে যাচ্ছে - আজ বসন্ত বেলা...
ঋতুর চোখ এঁকে দিচ্ছে স্বাধীন পায়ের সক্ষমতা।
সাজ ঝরাপাতা হেলান দিয়ে বসছে উড়াল সম্মুখে
পাশে আমি...
পায়ে বসন্ত নুপূরে তুমিও এসো সাদামাটা শাড়ীতে
বসন্ত ঠোঁটের না হয় একটি চুমু এঁকে দিবো।
No comments:
Post a Comment