03 March 2016

ফয়েজ উল্লাহ রবি



প্রকৃতি

অগ্নি কোণে মেঘ করেছে
বায়ু কোণে বৃষ্টি,
ঈশান-নৈঋত চুপ রয়েছে
ফেরে না যে দৃষ্টি।

ঝরা পাতার প্রাণ এসেছে
হাসছে হাসি-মিষ্টি,
নতুন করে জান পেয়েছে
ফুলে-ফলে নব সৃষ্টি।

কাননে কাননে অলির গুঞ্জন
কুসুমে কাটে বেলা,
মন নাচে আজ,হয়ে রঞ্জন
মানুষ-প্রকৃতির মেলা।

পাখিদের কলরবে মুখরিত
হারাই পাখির ভিড়ে,
থাকি সবুজের বুকে অন্তরিত

চাইনা ফিরতে নীড়ে।

No comments:

Post a Comment