03 March 2016

আমির আসহাব


শহরের বৃষ্টিতে শব্দ নেই

এক সময় পাহাড় আকাশ ছুঁতে চাইতো
গাছেরা বসে থাকতো পাহাড়ের গায়
এখন কেউ আকাশ ছুঁতে চায় না
আকাশ মাথায় নিয়ে জেগে থাকে শহর
শহরের গলিতে গল্প
ছাদে সখ্যতা
মসজিদে দোয়া।

অশুভ অজগরের লেজে পথিকেরা বসে বসে ঘুমায়
অফিস দাঁত খিঁচিয়ে হাসে
হোটেলের প্রাসাদে থাকে পঙ্ক প্রস্তাবনা।

আজ শহরের প্রয়োজন মৃত্যুর খুব কাছাকাছি
শহুরে পোষাকে মেয়েরা আধুনিক বলে
শহরের বৃষ্টিতে শব্দ হয় না,
শহরের বৃষ্টিতে শব্দ হলে- মাঠের ঘাসেরা সবুজ হতো
পাহাড়ের গা গলে পড়ত প্রেমে

আকাশ বাতাস ছুঁতো- জীবন ছুঁয়ে যেতো জীবনের মানে।

No comments:

Post a Comment