02 March 2016

কৌশিক গাঙ্গুলি





এপিটাফ

মদ না ছুঁয়েও নেশায় বুঁদ হয়ে থাকতে পারি চিরদিন-
একটা সাদা দুরন্ত ঘোড়া দাপিয়ে বেড়ায় মস্তিষ্ক জুড়ে
সুন্দরী,
আমায় নাইবা ভালবাসলে শুধু রাঙানো ঠোঁটের মিষ্টি হাসি দিও উপহার
কতোদিন আত্মজ্ঞানহীন আমি নিঃসাড়ে অপমানের আগুনে পুড়ি,
শরীরজুড়ে থাকে শববস্ত্র নীলাভ রশ্মি চুম্বন করতে চায় সর্বক্ষণ
তৃষ্ণার্ত বালকের মতন তোমার কোলে মুখ ডোবাই রক্তনদী 
কোনো কিছুর ব্যর্থতা আমাকে শোক নয়,
          ক্রোধ নয় কিছুই স্পর্শ করেনা ।
প্রেমিক চন্ডালের মতন ছাই ঘাটি,
          জল ঢালি,
                   জল ঢালি, ছাই ঘাটি।
মদ না ছুঁয়েও নেশায় বুঁদ হয়ে থাকতে পারি চিরদিন।
একটা সাদা দুরন্ত ঘোড়া দাপিয়ে বেড়ায় মস্তিষ্কজুড়ে।

No comments:

Post a Comment