13 May 2017

সঞ্চারিণী





বৈশাখী জল

বৈশাখী মেঘের কাছে জল চেয়েছিলে,
কখনও পাবে না জেনেও; কষ্ট-শ্রাবণে
প্লাবনে ভেসেছিলে আজ।
ভেবেছিলে বৈশাখী মেঘ; কেবল ঝড়ের পূর্বাভাস,
এলো করা ভালোবাসা উছলে দিতেই শুধু জানে,
দুঃখ জাগানিয়া; দুঃখ-রাশ।

দেখেছিলে নির্লিপ্ততা মেঘের দু’চোখে,
সময় নেই যার তোমাকে বুঝার,
জল ঝরাবারও বুঝি; প্রয়োজন নেই তার।
মাঝে মাঝে তুমি বড্ড আনমনা!
বুঝি ভুল করে পেরিয়েছ পথ।
আয়নায় এ যেন ঠিক তুমি নও,
হো-হো-হো হাসির লহরা স্তব্ধ মৌনী;
এলোমেলো চুল ঝড়ো হাওয়ায়।
আজ আচম্বিতে চোখের তারায়
ঝিলিক খেলে যায়!
দৃষ্টি স্থীর দূরের আকাশ পানে,
দেখছো মেঘে ছাওয়া বৈশাখী আকাশ;
কেমন ছড়িয়ে যাচ্ছে একরাশ,
হঠাৎ বৈশাখী জল- ভালোবাসার।
__________________________

No comments:

Post a Comment