25 May 2017

লুৎফুর রহমান পাশা


চার বালিকায় সম্মিলিত প্রচেষ্টায় নাকফুল বানিয়েছেনা এটি নাকে পড়ার নাকফুল নয়কবিতার নাকফুলমলাট আকারে বইমেলায় প্রকাশিত হয়েছে২০১৭ সালের অমর একুশে বইমেলায় কবিতা প্রেমীদের পড়ার জন্যবইট প্রকাশ করেছে কুঁড়েঘর প্রকাশনীর কর্ণধার প্রকৌশলী শামিম রহমান আবিরচমত্কার প্রচ্ছদ একেঁছে হিমেল হকবইয়ের প্রচ্ছদ নিয়ে কিছু বলা যেতে পারেনান্দিকতায় নারী বহু আগেই পুরুষকে ছাড়িয়ে গেছে একথায় কোন সন্দেহ নেইযারা রাঁধে তারা শুধু চুলই বাঁধেনা আজকাল চমৎকার সব কবিতা লিখে এই বইটি তার প্রমাণপ্রচ্ছদের চার কবির বিপরীতে চারটি মুখায়বয়ব আছে বলে ধরে নিতে পারিকিন্তু বড় ছোট কেন করা হলো সেটি একটি প্রশ্ন থাকেহতে পারে এখানে চারটি মুখোশ বলতে চার কবি নাও হতে পারে তাহলে ছোট বড় হওয়ার ঝামেলা চুকে যায়
কাব্যগ্রন্থের দুজনের লেখার সাথে আমি আগে থেকেই পরিচিতজাকিয়া জেসমিন যূথী ও নুশরাত জাহান আজমীবাকী দুজন অজুফা আখতার এবং ইশরাত ইরা এই দুজনের লেখার সাথে পরিচিত হয়ে হতাশ হইনিকোন পাঠকরাও হবেন বলে মনে হয়নাকবিতা লেখা অনেক কঠিন একটি কাজএকজন গল্পকারকে বলতে শুনেছি কয়েক পৃষ্ঠার গল্প লেখার চাইতে তিন লাইনের কবিতা লেখা অনেক কঠিনআর যারা গল্প লিখার ভয়ে কবিতা লিখেন তারা বেশীর ভাগই ফাঁকি দেওয়ার চেষ্টা করেন এবং নিজেরাই সেই ফাঁকিতে পড়েনকবিতা লিখতে গেলে শব্দ ভান্ডার সমৃদ্ধ থাকতে হয় ফলে প্রচুর পড়াশোনার কোন বিকল্প নেই
.
অনিশ্চয়তার পথে নামি রোজ
আমার পথ চেয়ে থাকেনা কেউ
তবুও যদি না ফিরি
.
কবিতার উপর ভালো চেষ্টা আর দখল আছে অজুফা আখতারেরআমরা প্রতিদিন অনিশ্চয়তার পথেই হাঁটিআমরা ফিরে না এলে খুব বেশী কেউ খোঁজ রাখেনাসময় থেমে থাকেনাচারিপাশ নিয়ে ভাবনার আর রোজকার আলাপন নিয়ে স্পষ্ট ভাবনার প্রতিচ্ছবি তার কবিতা যদি না ফিরিকবিতাটার মাঝেই থামা উচিতডেকে ডেকে গলা ভেঙ্গে ফিরে যাবে রোদ এই পর্যন্ত লিখলেই হয়কবিতা সম্পুর্ণ হয়ে যায়তার আরো একটি কবিতা আমার ভালো লেগেছে তার শিরোনাম নির্বোধতবে মোটামুটি সব গুলো কবিতাই পঠন্ যোগ্য
.
এছাড়া ভালো লাগবে জাকিয়া জেসমিন যূথীর কবিতা গল্পটা শুধু দুজনারএছাড়াও নৈশঃব্দ রাত ও অন্তঃক্ষরণ কবিতাটি ভাল লাগবেপ্রেমিকার স্তুতি বন্দনা বা না পাওয়ার তৃষ্ণা গুলো প্রেমিকার মুখে যেমন শোনায় অন্য দিকে প্রেমিকের জন্য প্রেমিকার স্তুতি গুলো অন্যরকম হয়ে উঠেকবিতায় সেই চেষ্টা করছেন জাকিয়া জেসমিন যূথী
.
ভাল লাগবে নুসরাত জাহান আজমীর কায়োমনে বলি, ভালো লাগবে অবশেষে কবিতাটি
.
অবশেষে সব কিছুর ভিড়ে হারিয়ে গিয়ে,
নিজেকেই খুঁজে ফেরা
পাওয়া আকুলতায় অপেক্ষার প্রহর গোনা (অবশেষে)
.
এছাড়া রয়েছে ইশরাত জাহান ইরার লেখা্ সবচেয়ে সহজ ও সাবলীল ভঙ্গিতে লেখার চেষ্টা করেছে ইশরাত জাহান ইরাফলে তার কবিতা কাব্য তেমন ফুঁটে উঠেনিতবে তার লেখায় জীবনের সরল অর্থ, কঠিন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠে
.
আমার জীবনে প্রত্যেক্ষ আর পরোক্ষ
এই দুটি শব্দ যাচাই করা হলোনা আর কখনও (অগোছালো আমি)
.
সম্ভবত আমাদের সকলের জীবনই এমনএছাড়া ভালো লাগবে তার লেখা বৃষ্টি কাব্য
.
সব মিলিয়ে বেশ কিছু ভাল কবিতার সন্নিবেশ ঘটেছে নাকফুল কাব্যগ্রন্থেসেই সাথে চার বালিকার চেষ্টা আশা্ আকাঙ্খাতবে লিখতে হলে পড়তে হয় প্রচুরএই কাব্যগ্রন্থটি পাঠ করার সময় বার বার এই কথাটি মনে হচ্ছিল আমারকেননা কিছু কিছু কবিতা শব্দ সংগ্রহ করেছে আর মনে মিটিয়েছে মাত্রকবিতা হিসেবে বেঁচে থাকার মত প্রাণ অর্জিত হয়নি
লেখক পাঠক সম্মিলন হোকজয় হোক কবিতার

No comments:

Post a Comment