16 May 2017

মুনিরা চৌধুরী




1.
মুনিরায়ানা কীর্তনীয়া সুরে
বাজে বাঁশি, করুণ বাঁশের বাঁশি, বাজে হাড়ের বাঁশি...
আয় তবে হাড় ভেঙ্গে ফেলি, নদীর দুই পাড় ভেঙ্গে ভেঙ্গে যায়।

বাঁশির রসে এমন পূর্নিমাসুন্দরী ভাসে
ঘৃতকুমারীর বনে

সখা হে
আয়, মাঝ দরিয়ায় ভাঙ্গা তক্তা ও আমাদের কলিজার নৌকা ডুবিয়ে ফেলি
চিরতরে
চিরতরে।

অহ সুর!
মুনিরায়ানা কীর্তনীয়া সুরে
মৃত্যু ও প্রেম একাকী দাঁড়িয়ে রয়
পৃথিবীর অনন্ত ভোরে।



2.
নয়নে আনন্দ-বিষাদ, মরা নদীর জল... 
ওহে মধুমূর্তি
নয়নের গভীরে বসো একবার
বসো কাঙ্গালের সভায়

আসিবে, আশায় হৃদি-পদ্মাসন পাতিয়া রাখিয়াছি
ধোয়াবো চরণ নয়নের জলে...এমন তো নয়

ঈশ্বর হও
তুমি কবি হও
পৃথিবীর যত গান, এইসব কবিতাবলী
গীত হোক, গীত হোক মৃতের সন্মানে...

No comments:

Post a Comment