25 May 2017

সুলতানা রহমান





1
পিপীলিকা হঠাৎ বিষণ্ন হয়ে গেলো!
হঠাৎই!
আমার ভীষণ হাসি পায়!
তুমি বিষন্ন? বিষন্ন পিপীলিকা?

পায়রাটা উড়ছিলো
তার দীর্ঘ ছায়ায়
পুড়ে পুড়ে যাচ্ছিল
পিপীলিকার নরম ডানা।

বিন্দুর মতো চোখ তুলে
বার বার বলে যাচ্ছিলো
এবার তুমি এসো, এসো তুমি
শুষে নাও সব সুখ, সঅঅব
আমাকে দাও পালকের বিষন্নতা!

আর আমার ভীষণ হাসি পেয়ে গেলো!

2
পিপীলিকার রোমন্থনের গল্পটায়
কিছুক্ষণ থ মেরে ছিলাম
তার শরীরে লেগে ছিলো
শেষ চুম্বনের চিহ্ন
শেষটায় -
খুব দ্রুতই তারা রাস্তা বদলে ফেলে
বদলে যাওয়ার গল্পটাও
অবিশ্বাস্য দ্রুত গতিতে এগিয়ে যায়
আর আমি -
আরো মন্থর হয়ে যাই
শামুকের ক্ষীপ্রতায় পা বাড়াই

No comments:

Post a Comment