25 May 2017

দীপক চন্দ্র মজুমদার




অজানা আকাশে উড়িয়েছি মোর রথ,
কূলের কিনারা পাব কি?
জানিনা কেউ!
সবুজ-এর হালকা বাতাসে উড়ে যায় মন
কোন অলংকার পথখানি ধরে,
পথ-জানালা নেই আঁধার নেমে আসে
চোখের আলোয় শুধু স্বপ্নের ঢেউ,
চারিদিকে মোর চোখে নিরজন
উদাসী সুবাসে হৃদয় উঠেছে ভরে।।
ঘর-হারা পাখি চলেছি মেঘের স্রোতে
মোর কোথায় ঠাঁই? এই ধরণীর ভীরে।
তবু জানি মনে মোর জাগে বাতায়নে
তুমি জেগে রবে, আর রবে শুকতারা।
এখন চঞ্চল মন ফিরবে তীর বেগে
শান্ত ডানায় ভর দিয়ে নিজ নীড়ে
দূর হতে মোরে করিবে আপনহারা,
পথের ইশারা দেবে মোরে ক্ষণে-ক্ষণে।।

________________________
রচনাকালঃ ০৫/০৩/১৯৮৬ইং

No comments:

Post a Comment