14 May 2017

শরীফুল ইসলাম





স্বপ্নীল সন্দেহ
স্বপ্নীল সন্দেহে কাঁচা চোরা মাটি
গলে গিয়ে সমুদ্রে বিলীন
অবাক বালিয়াড়ির চৌকশ ফাঁদে
তারাদের বাড়ি
লাল ঝুটি বিশিষ্ট মোরগের বিয়ে
হচ্ছে ঘন ঘন।
তোমার হিন্দোলে আরও কিছু
উদ্যমী হাওয়া ক্লান্ত হচ্ছে
আর নোনা জলে সাঁতার কাটছে
একটি ডলফিন।




নাক্ষত্রিক বিলাসিতায় জীবন কাটবেনা
নাক্ষত্রিক বিলাসিতায় জীবন কাটবেনা
আর রূপান্তরে পাথরকে যতই কোমল বানাতে চাই,তাও মেধায় কুলাবেনা।
তার চেয়ে এই ভালো
তোমার পাশে গিয়ে বসি
আর মোমের মত গলতে থাকি
ঘাম ঝরাই,আর ক্লান্তিঘন যাতনাও তাড়াই
তোমার স্পর্শে;
এর চেয়ে বড় নক্ষত্র নেই এখানে।
জানি কেটে যেতে পারতো এই জীবন
বিরাট সংঘাতে
রূপবতী যদি তুমি চাঁদের কনার মত স্বচ্ছ হতে
আরও সুমধুর কিন্নর কণ্ঠে যদি বাতাসকে আন্দোলিত করতে
কিন্তু আমিই চেয়েছি গোপন রাখতে
একান্ত রূপের শার্শি
এখানে আমি নই তুমিও যেন গলতে থাকো আমার প্রযত্নে।
এই এক নাক্ষত্রিক দাম্পত্য আমাদের
সরল গার্হস্থে ভরে উঠুক ফসলের গোলা।



অনেকদিন ধরেই আমার প্রেম হয়না
অনেকদিন ধরেই আমার আর প্রেম হয়না
ছেলেগুলো মেয়েগুলো যেন যুগের অন্ধকারে হামাগুড়ি খাচ্ছে
অন্ধ মাতাল ত্রস্ত পায়ের নিচে শুধুই বালিয়াড়ি তাদের
ভয় পাই এই হাসাহাসি, এই কোলাহল....
ভুলভাল কাপড়চোপড়, মোহ মোহ
শুধু ঢেউ দেখে মত্ত মত্ত
সকল বালক, সকল বালিকা
ভালবাসে একে অপরের ঘাম কর্দমাক্ত
ওরা ক্ষণকালীন প্রেমে ভাসে
ওরা ক্ষণকালীন প্রেমে হাসে
আমি বহুদিন যাবত কারো প্রেমে পড়িনা
বহুদিন যাবত কারো মুখ দেখিনা
একটি মুখের বড়ই আকাল
একটি মুখের অভাবে এই দাহকাল
"বয়স আবার কাটিয়ে ভেংচি বলছে কখনো
থামতে এখনি
কবেকার সেই পুরনো চেহারা!
কথ্যকালীন সময়েও লাগে বাক্যহারা।
প্রেমের বাসনা জলে ভাসিয়ে এখনি
তুই পুরুষোত্তম হসনা।






উজ্জ্বল মাছগুলো
উজ্জ্বল মাছগুলো সাঁতরাচ্ছে জলে
ক্ষুদ্র কোটরাগত চোখে দেখছে সরল
স্বীকৃত জীবন বিন্যাস-
এরই মাঝে ছিপ ফেলে একজন মৎসভূক
সরল সন্দর্ভের ভোজ আয়োজন করছে।
ছিপে গেঁথে যাওয়া মাছ কী শেষতক
জানতে পারছে তাদের পারস্পরিক প্রতীতি
মানুষের কাছে কতটুকু প্রশ্নবিদ্ধ?



 
জীবন অন্যরকম হতে পারতো
জীবন অন্যরকম হতে পারতো
পত্রালীও হলুদাভ হতোনা এত তাড়াতাড়ি
সবুজ স্থায়ী হতো আরও কিছুদিন
তাহার হাতে রেখে আমার হাত
হাঁটা হতো আনন্দে সুমধুর
জীবন অন্যরকম হতে পারতো
উচ্ছল হাসিতে প্রাণ নিশ্চয় হাসতো
প্রফুল্লের মত সুশাসন সমাজের এক কেন্দ্র থেকে অন্যকেন্দ্রে গিয়ে দেশময় প্রবাহিত হতো
জীবন তখন পদ্মা মেঘনা যমুনার মতই
প্রতীকি হতো আবহমান লোকালয়ের হরষে
ক্ষাণিক বেদনার রোদন যদিও আছে
জীবনে
শস্যের সম্ভার ঘ্রাণ ছড়াতো নিশ্চয় তখন আমোদিত হয়ে।




No comments:

Post a Comment