25 October 2015

এমদাদুল হক তুহিন





থমকে গেছে প্রেম 
ঘূণাক্ষরেও টের পাও নি 
শব্দের গাঁথুনিতে কী করে থেমে গেছে প্রেম!
পবিত্র মন্দিরের মত শুদ্ধ হওয়ার পর
স্বল্প সময়ের চুম্বনে চলে না আর
দীর্ঘতর উষ্ণ নিঃশ্বাসের বাসনায়
সেই থেকে বসে আছি-
 
বীজ থেকে গাছ, এমন কী ধরেছে ফল!
 
অথচ আজও উষ্ণ হয়ে ওঠেনি নিঃশ্বাস
 
প্রগাঢ় চুম্বনে বন্ধ হয়নি দম!
 
সে ক্ষরায় অশুদ্ধ শব্দে থেমে যাচ্ছে গাঁথুনি
 
থেকেও নেই, অক্সিজেন সমুদ্রেও যেন অধরা!
 
অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর
ক্রমশ বাড়ছে পাগলামি, কখন আসবে সেই ক্ষণ
ললাটে এঁকে দিবো আলতো ছোঁয়া
 
নারী মূর্তিটা বলে উঠবে, উঠবো; 'জান'

=:==:==:==:==:==:==:==:==:==:=



              ফাল্গুনি, মনে আছে তোমার?

নিঃশব্দে চলে যাওয়ায় হয়ত কাঁদাবে না কেউ
তবে জানবো কোন এক অদেখা মেয়ে ভালোবাসতো
 
নিষ্ঠুর ও নির্দয় হৃদয়ের অজান্তেই
ভালোবেসেও জানায় নি আমায়
আর অজানা এক আফিমের নেশায়
!
হিংস্র সৈনিকের মত ভেবেছি
 
আজই জলাঞ্জলি জাতকুল
 
তবু সে যেন এক 'নিষ্ঠুর দেবী'!
 
রাত জেগে আঁকা প্রতিমায়
কিংবা প্রেমের কবিতায়ও হৃদয় গলেনি তার
কোন এক অভিমান না-কি প্রতিবন্ধকতায়
দেবী ভালোবাসেনি তার- পূজারীকে!
ফাল্গুনি মনে আছে তোমার?
কোন এক ভোর রাতে
বুকে ফোন রেখে বলছিলাম 'ঘুমাও'!
 
অথচ ঘুম হয় নি উভয়ের, কী এক কল্পনার রাত
প্রায় বলতে বসেছিলে, ভালোবাসি!
 
তোমাকে ভালোবাসার পর
 
কম করে হলেও পাল্টেছি সব
 
বারান্দায় বসে এখন আর বিড়ি ফুঁকি না
এমনকি প্রতি রাতে আকাশও দেখি না আর
ছাঁদে রাখা ঐ চেয়ারটাও নেই
এমনকি যে বঞ্চিতে শুয়ে কথা বলতাম সেটাও
বলতে পারো এরই মধ্যে পাল্টে গেছে সব
তবু একবিন্দুও পাল্টাওনি তুমি
তবু মনে হয়- এইতো বলছো, বলবে, বলছি...

=:==:==:==:==:==:==:==:==:==:

No comments:

Post a Comment