25 October 2015

রিকি দাশ


ধ্রুব কথন-১
কেমন রোদ গায়ে মেখে ফিরলে ধ্রুব...!
নেশাগ্রস্থ মাতালের মতন ফাগুন কুড়িয়ে
আনলে চোখে,
তোমার দৃষ্টিতে এখন পৌষ উত্তাপের
কুয়াশাসিক্ত সমুদ্দুর
পারদের মতন খরস্রোতা বড্ড অপ্রতিরোধ্য।
তুমি বলেছিলে এই রোদ জননী,
এই রোদরঙা শাড়ি পড়া প্রেমিকার দুয়ারে
চুমুর তিলক সূর্যের বিপরীতে একে দিবে !
সেই থেকে জন্ম নিবে শিমুল পলাশ সুনিপুণ,
উর্বর মৃন্ময়ীর চিবুকে খেলবে আকাশ।
কেমন রোদ গায়ে মেখে ফিরলে ধ্রুব...!
ছন্নছাড়া কবিতার মতন উদাসমন্ত্রে বিভোর
হয়ে,
নিজের ভেতর নিজেকে খুঁড়ে ফিরে
প্লাস্টিকের শহুরে
পথঘাট ভালবেসে,পায়ে হাঁটা যত ভুতুড়ে
ওলিগলি ধরে
তোমার অগোছালো অমৃত মননে!
তুমি দেখো,তোমার ধ্রুব দু-চোখে
কোনদিন ঘাসফুলে কবিতার কোরাসে
আকাশনীলা শাড়ি নীল ছড়াবে তোমার
মিছিলে!

একেমন রোদ গায়ে মেখে ফিরলে ধ্রুব...!
ও রোদরঙা টিপ নিতে চাই ললাটে !




ধ্রুব কথন -২

আমার স্বপ্নে কারফিউ চলছে ধ্রুব!

নক্ষত্রের সাথে কাটাকুটি মিলিয়ে তোমার
সাথে প্যারিসের আকাশ দেখা হয়না!
মেঘের ধূসর শাড়িতে কাঞ্চনজঙ্গার স্নান,
বিকেলের বাদামী গীটারে খরস্রোতা
অভিমান,
তোমার নাছোড়বান্দা নীলনদের আকাশ
চিবুকে শতদল বৃষ্টির উল্লাস,
উঠোনের উপর চলে যাওয়া পলাশের
বিষুবরেখা,

গন্ধের ফোয়ারায় বাতাসী নাগরদোলায়,
ডিঙিয়ে যাওয়া ভূগোলের মলিনতা,
তুমি জেনেছিলে আমায়।


আমি দেখেছিলাম--

ঐ চোখে লাল রঙ
তোমার চোখে নিভৃত রণাঙ্গন!



ধ্রুব কথন-৩
প্র্যাকটিকাল হওয়ার ঘুড়ি ওড়াও
অথচ নাটাই নিয়ে তোমার বাস্তববাদী
কোন বর্তমান নেই।
এভাবে কবিতা হয়না ধ্রুব!
তুমি কেবল ভাঙন দেখেছ, গড়ন নয়।
তাইতো কেবল মিটিং মিছিলে গলা উঁচিয়ে তুমি বিতর্ক ধারা বয়ে দিতে পারো।
নাগরিক দরদাম,উঁচু নিচু জলস্রোত,
এই ক্রুদ্ধ হৃ
পিন্ডের পাঁশুটে বিকেলের আড়ালে নিজস্ব একটি আকাশ থাকা চাই,
যেখানে চিবুকের স্রোত ধরে চির যৌবন বসন্ত,যেখানে বকুল ফুটে প্রতিশ্রুতি নিয়ে...



দেখ ধ্রুব,
আকাশের ও তো কোনো ভাষা নেই,
তাই বলে কি আকাশ ভুলে আছ?
বৃষ্টিজল বোঝ না
রোদসী বিকেল ছুঁয়ে দেখো না
উপচে পড়া জো
স্না খুড়ে খুড়ে প্রেমিক হয়ে ওঠো না?
তবে তো তুমি আকাশ বুঝলে
নীল রং বুঝলে না!


No comments:

Post a Comment