25 October 2015

গীতশ্রী সিনহা








কে দিল হে ফরমান

বলছি শোন, হিসেব করে যতেক অসুর আছে,
তালিকা এক বানিয়ে ফেলে ঝুলিয়ে রাখবে গাছে।
নিজের দেশে দেখবে আগে আছেন যতেক মন্ত্রী,
রাখবে লিখে তাদের নাম, এঁরাই গোপন যন্ত্রী।
এঁরা যে সব কুবের বটে নেহাত ছুটকো নয়,
কোটির বাড়ি, কোটির গাড়ি ঘুষের টাকায় হয়।
তারও পরে আমলা আছে, পাড়ার দাদা, পুলিশ,
আঠারো ঘা'র পরেই ঠিক বুঝবে তুমি ফুলিশ।
যা-হোক, শোন দেখেছ তো রেজওয়ানুরের হাল,
খড় -কুটো না ধরে, ধরবে বট-অশথের ডাল।
সবার শেষে নন্দীগ্রাম, ক্যাডার পুলিশ জোট,
আমরা বাপু বুঝেছি সার,সেলাই করেছি ঠোঁট।
কিন্তু যেদিন নিজের ঘাড়ে পড়বে হ্যাঁচকা টান,
টের'টি পাবে কিসের জোরে কে দিল হে ফরমান।

__________________________



একটা গাছের গল্প

একটা গাছে একটা ফল
ঠুকরে খায় পাখির দল
কোকিল-টিঁয়া কাক শালিক
এই ফলের সবাই মালিক
গাছের মালিক চারটে ভাই,
গাছের নীচে জোর লড়াই,
কেউ চায় ডাল, কেউ বা মূল
বখরা নিয়ে হুলুস্থুল
ভোজন ছেড়ে পক্ষিকুল
কান্ড দেখে হেসে আকুল
এদের কত অহংকার
জন্ম দিয়ে সভ্যতার
সভ্য মানুষ , মানুষ জন
যুদ্ধ করে সারাক্ষণ.
খাওয়ার শেষে অনুষ্ঠান
বৃন্দ-শিষে শপথ গান
আমরা টিঁয়া-বক-চড়াই

পাখি হয়েই বাঁচতে চাই।
_________________

No comments:

Post a Comment