হেমন্তের সকাল
সোনা রোদ্দুর ঝিলিক দিয়ে
কার্তিক সকাল এলো
ঘাসের উপর শিশির বিন্দু
মন ভরিয়ে দিলো।
কার্তিক সকাল এলো
ঘাসের উপর শিশির বিন্দু
মন ভরিয়ে দিলো।
হেমন্তের এই সকাল বেলা
মিষ্টি হাওয়ার আবেশ
রোদ্দুর ছড়ায় মিষ্টি আলো
আঁখিতে ঘুমের রেশ।
মিষ্টি হাওয়ার আবেশ
রোদ্দুর ছড়ায় মিষ্টি আলো
আঁখিতে ঘুমের রেশ।
শিশির ফোঁটা পাঁপড়ির গায়ে
স্নিগ্ধ সজীবতায়
টলমল করে মুক্তোর দানা
গাছের লতাপাতায়।
স্নিগ্ধ সজীবতায়
টলমল করে মুক্তোর দানা
গাছের লতাপাতায়।
ঠাণ্ডা ঠাণ্ডা মিষ্টি হাওয়া
সুখের স্পর্শ দেহে
শিরশিরানি শীতল বায়ূ
উত্তর দিকে বহে।
সুখের স্পর্শ দেহে
শিরশিরানি শীতল বায়ূ
উত্তর দিকে বহে।
হেমন্তের শুভেচ্ছা জানাই
আমি সবার তরে
শান্তি নিয়ে মনের মাঝে
কাটুক সুখে ঘরে।
__________________________
আমি সবার তরে
শান্তি নিয়ে মনের মাঝে
কাটুক সুখে ঘরে।
__________________________
No comments:
Post a Comment