তুমুল প্রতিভায় ভাস্বর
তুমুল প্রতিভায় ভাস্বর
সেইসব বালকেরা একদিন মানুষ হয়-
কেউ ডাক্তার- কেউ ইঞ্জিনিয়ার
কেউ বা বসে যায় সচিবালয়ের ভারী দরজার আড়ালে-
যেখানে চাঁদের আলোর কোনো অস্তিত্ব নেই
তাদের মনের ডিকশনারিতে,
নেই সবুজের নিমন্ত্রণ।
তারা স্বপ্নে গোণে টাকা
আর জাগরণে সাফল্যের ধাপ।
তারাই মানুষ হয়
আমাদের শ্রদ্ধায়-সকলের ভালোবাসায়।
আমার বর্তমান
প্রত্যাশার সবটুকু দিয়ে ব্যর্থতায় নির্বাসন,
বেদনার সুচতুর নীলে সেড়ে পূর্ণ অবগাহন
এখন আমি পরিপূর্ণ এক
একাকী মানুষ।
এ আমার ভালোবাসা
যেমন আছে তেমনই পড়ে রবে
ধুলো জমে জমে শুধু ক্ষয় হয়ে যাবে
তবু পড়বে না জানি;
দেখবে না খুলে কী বেদনা বুকে পুষে
হলেম বিবাগী।
আসলে সবই বুঝি-
কবিতা পারে না মেটাতে একঠোঙ্গা বাদামের দাম-
তবু, ভালোবাসা যুক্তি মানে কি?
No comments:
Post a Comment