25 October 2015

শুভ্র আলোক





















আপোষ অথবা মৃত্যু

কিছু অপেক্ষার কোন হিসেব রাখতে নেই,
দিন ক্ষণ টুকে রাখতে নেই ডায়েরীতে।
কিছু আক্ষেপ কখনও প্রকাশ করতে নেই,
নীরব ইচ্ছে গুলো জানাতে নেই অভিযোগে।

কিছু অপেক্ষা গোপনে শুধুই বয়ে বেড়াতে হয়,
কিছু আক্ষেপ ভুলে শিখে নিতে হয় ভালো থাকা।
যদিও ফিরিয়ে দেয়া মানুষ ছেড়ে
চলে আসা যায় না সহজে,
তবুও অবুঝ মন আজ এটুকুতেই সান্ত্বনা পাক-
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বারবার ফিরে যাওয়া সে পথে
প্রেমের ছায়া পড়েনি কখনও। শুধু ভালোবাসা দিয়ে,
আদৌ আপন হয় না কোন কোন মানুষ!


পৃথিবীর কেউ কেউ-
সারাজীবন একা থাকার জন্যেই জন্মায়,
এদের একাই পথ চলতে হয়, সঙ্গীহীন।


__________________________

No comments:

Post a Comment