25 October 2015

জয়তী অধিকারী


বিজ্ঞাপিত সাফল্য

মেয়েটা সবসময়েই বিজ্ঞাপন হয়ে থাকে
কখনও খোলা চুলে
কখনও দুই ভুরু ছুঁয়ে যাওয়া টিপে
কখনও সবুজ আলোয় ভিজে
কখনও বা নির্ভেজাল অন্ধকারে।
মেয়েটা সবসময়েই বিজ্ঞাপন হয়ে থাকে...

অজস্র অনুরাগীদের এড়িয়ে চলতে
হাজারো বায়নাক্কা তার
আবার তাদের ছাড়াও চলেনা জীবন,
রাতের নিস্তব্ধতা চেপে বসে পাথরের মত।
আর পায়ের ধুলো ছড়িয়ে পড়ে এক উঠোন
থেকে অন্য দেওয়ালে। মেয়েটা সবসময়েই বিজ্ঞাপন হয়ে থাকে...

দাম্ভিক তির্যক চাউনিতে ঘায়েল মহারথীরাও
মোনালিসা হাসি ম্লান হয়ে যায়,
তার হাসি দেখে স্নেহ-প্রেম-ভালবাসার দোলায় দুলতে দুলতে-
এক সময় অটোগ্রাফ-শিকারীদের ভিড়ে
সব লেখাই যখন বেস্ট সেলার হয়ে যায়।

মেয়েটা তখনও বিজ্ঞাপন হয়েই থাকে...

___________________________

No comments:

Post a Comment