25 October 2015

তানজিনা জান্নাত




চোখের অতলে

অমন করে আড় চোখে চেয়ো নাকো তুমি
ভ্রুকুটিতে পড়বে ভাঁজ!
ভেঙে যাবে ফারাক্কার অসীম বাঁধ
এন্টার্কটিকার সব বরফ গলে গলে নিঃশেষ হবে ধীরে
প্রবল আক্রোশে অবলুপ্তি ঘটবে সাহারা মরুভূমির
সলাজ চোখের কোণে কানায় কানায় ভরে উঠবে নোনা জল!
অমন করে আড় চোখে চেয়ো না' ক তুমি ভ্রুকুটিতে পড়বে ভাঁজ!
ঋতুকে অস্বীকার করে অসময়ে শীত যাবে চলে
আগাম গ্রীস্মের খর তাপে ছাই হবে নরম মৃত্তিকা
আর কাঠফাটা রোদে দাউদাউ আগুন জ্বলবে নবীণ বৃক্ষে
রিক্ত হবে ধরণীর শ্যামল ছায়া সজল!
অমন করে আড় চোখে চেয়ো না' ক তুমি
ভ্রুকুটিতে পড়বে ভাঁজ!
নিদারুণ পিপাসায় কাতর হয়ে অবশেষে ঘুমন্ত প্রেম উঠবে জেগে
জলশুন্য হয়ে মূর্ছা যাবে ফেরারী মেঘের দল
আর অতলে যাবে পাষাণী পৃথিবীর যত বৈভব
অমন করে আড় চোখে চেয়ো না' ক তুমি
ভ্রুকুটিতে পড়বে ভাঁজ!

____________________________

No comments:

Post a Comment