25 October 2015

সুস্মিতা শীল





স্বপ্নের মধ্যে ঘুম
শূন্যতা আর রুক্ষতা
ভেজা জলের মাথার উপর
হলুদ ফিলামেন্ট জ্বলে আছে।
তার ছায়ায় জলের ভিতর
আরো গভীর...
ছুঁতে গেলে হাফ-হাতা জামার ও হাতা ভিজেযায়।
তারপর ফিরে আসার সময় 
আমার ছায়াটা লাইটের সুইচ
বন্ধকরে হাত বাড়িয়ে। চামড়া নেই শুধু হালকা কালো,
হাতের আকার।
 
তারপড় অন্ধকার কিছু মনে পড়ে যেগুলো
ভারি হয়ে হয়ে মাথার উপর
জমেথাকে, পা-দুটো আটকে আসে চলতে চায় না বারান্দা
পেরিয়ে, কোনোরকম ঘরে পৌঁছাই...

ছড়িয়ে আছে সেইসব জিনিস
যেগুলো- যাওয়ার সময়
গুছানোর সময় পাইনি বা
 
গুছাতে ভুলেগেছি।
খুব ক্লান্ত লাগছে,সারাদিন
চলতেথাকা পাখার ব্লেডের
 
মতো ।
আজও সেলফোন টা ব্যাগ থেকে
বের করে মাথার কাছে নিয়েই
শুলাম নির্দিষ্ট সংখ্যার অপেক্ষায়।
তারপর স্বপ্নে তুই...
আমি স্বপ্নেই চেষ্টা করি
তোকে এবার ফিরিয়ে দিতে।
 
কিন্তু তুই ডাকলে তোর কাছে
যাওয়া ছাড়া উপায় নেই
তোর কাঁধে মাথাদিয়ে
স্বপ্নে ই আরেক বার ঘুমিয়ে পড়ি।

__________________________

No comments:

Post a Comment