25 October 2015

অনিন্দিতা মুক্তা
















নীরব প্রহরগুলো
কোনো কথা নেই মুখে
নিভৃত নির্জনে এ কেমন বেঁচে থাকা!
শূন্যতায় ভেসে চলে অস্থির সময় সহস্র প্রহর দিন ক্ষণ-

প্রতিদিনই নিরাভরণ একটি ভোর আসে
বুকের পাঁজরে আছড়ে পড়ে কষ্ট ঢেউ
চির গতিময় অধরা সময়!

আকাশে ঘুরে-ফেরে আগুনমেঘ মাঝেসাজে ঝরে পড়ে বৃষ্টি হয়ে পুড়ে যায় ছায়াবৃক্ষের কোমল সবুজ
দুচোখ জুড়ে দারুণ খরা! চারপাশে কেউ নেই-
এ নির্বাসনে শুধু গান শুনি এভাবেও বাঁচা যায় !
মুক্তি দেয় শুধু শুভ সঙ্গীত





বর্ষার কাব্য
এখানো ফেরোনি তুমি বাঁধা পড়ে গেছ আষাঢ়ী মেঘের হাতে চপলা বাতাসের মতো জানি,আসবে না তুমি আর ছুটে
রাতভর রিমঝিম বৃষ্টির কাব্য আমিও বন্দি ঘরে একলা এই রাতে মিছে বৃষ্টির প্রেমে কেটে গেছে সারারাত বলো,এই তুমিহীন বর্ষাকাব্য কার ভালো লাগে !
তুমি আসবে না ফিরে আর স্বপ্নপ্রেমে কেটে যাবে জীবনের এ বেলা আমি সন্ধি করি তাই সময়ের সাথে বলো,এই নিষ্প্রেম জীবন কার ভালো লাগে !
জানি এই হারানোই শেষ কথা নয় আঁধারের আঁচলই মুছে দেয় ভোরের নিদ্রালু চোখ যাযাবর মেঘ উড়ে যাবে দূরে একদিন বলো,শ্রাবণের অঝোর ধারায় তুমি ফিরবে তো!


=:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:==:=:=


No comments:

Post a Comment