07 May 2016

শফিকুল রাজু


বিরহ ফুলের ঘ্রাণ
সর্গ:সম্রাট তালুকদার স্যার প্রিয়বরেষু

পৌষ কুয়াশার রাত, হাঁটা দূর রসুপুরদাসদের খেজুর বাগানের সের হাড়ি, চুরি, মিথ্যে চাঁদের বুড়িশিমুল তলায় সেই আধাঁরে দস্যুহাটরায়দের বড় মেয়ে অনুলতা, গোয়াল ঘরেরপ'রে গোপনে কতকথাচাঁদ কেবৌকরা, দেরী করে বাড়ি ফেরাদাদার কটা চোখ কতদিন না দেখা ফয়েজের ম্লান মুখদীর্ঘশ্বাসে জেগে ওঠে অদূরবর্তী সুদূর
অথচ কোন কোন রাতে পাই বিরহ ফুলের ঘ্রাণ, লেখি কবিতার স্মৃতি রোগাক্রান্ত শরীর



শীতরাত
একটা হলুদপাতাও জেগে নেইকে যেন বাজায় বাঁশি, বিষণ্ণসুর
রেললাইন পড়ে থাকে শিশির আলতা মেখেশীতরাত ঘুম বহুদূর
মাঝরাতে ফোনবাজে, কান্নার সুরওপারে শরীর নিয়ে জেগে থাকে
মালতীর বোন ঘোলা জানালার কাঁচ, খোলাবারান্দাপাতাঝরা
নিঃসঙ্গ শিমুল
মালতীর বোনের জেগে থাকা স্বপ্নে কুয়াশা এঁকে যায় বেদনার মুখ



প্রেমিক
তার মুখে আঁকা ছিলো গত জন্মের প্রেম
গাঢ় রঙে আঁকা ছিলো বিরহ কিছু,
অতৃপ্ত চোখ ছিলো সেলুলয়েডের ফিতা
ছুটে যেত,

নীলটিপ, লালঠোঁট, আধখোলা পিঠের পিছু

No comments:

Post a Comment