07 May 2016

তানজ‌ির উদ্দ‌িন



প্রাত্যহিক অধিকার দাও

বাঁচার অধিকার দাও অতঃপর হে শ্মশান
বেঁচে থাকা অভয়ারণ্য জুড়ে উড়তে থাকে
ধবল মেঘের সারি, বঞ্চিত অভিপ্রায় এবং
মেঘমালায় বিস্তীর্ণ হওয়া চিত্তের অধিকার নিয়ে
আরো কতো সহস্র বত্সর আমরা ছুঁয়ে যাবো-
এই শহরের আদি অন্ত
এবং রাতের পূর্ণিমাদের।

শোন হে অবলুপ্তির ঠাকুর
নিকুচি করি এই অঞ্জলি
এবার জন্মান্তরের আবেগ নিয়ে উড়তে থাকা
রাধিকার বিরহদের বলে দেবো, হেরে যাও
লুপ্তির গুণ্ঠন ছিঁড়ে যদি একটিবার বেজে ওঠে
দূরান্তের হাহাকার, তবে মেঘের আস্তিনে

রেখে চলে যাবো আমাদের প্রাত্যহিক প্রেম।

No comments:

Post a Comment