07 May 2016

ইন্দ্রজিৎ দত্ত



চিরুণী, কি জানি কি দামের
প্রশ্নরা আছে
তবু আমরা কথা বলে যাচ্ছি
হারমোনিয়াম রিডে
একফোঁটা একফোঁটা কেঁপে উঠছে মন্টেস্যরি
একফোঁটা একফোঁটা বেড়ে যাচ্ছে গাছ
ধরো, নীচ দিয়ে ভেঙে পড়লো বিবেকানন্দ পুল
বিদ্রোহ নেই মার্গারেট
নিবেদন থেকে তালডুংরি, সেই তো ন'টা চল্লিশের হর্ন
ডানদিকে তিনতলা, আর বাঁদিকেও তিনতলা
এত রামকৃষ্ণ মিশন কেন, ঘরে ঘরে
প্যালেটটা না দেওয়াই থাক, যেখানে টানটান বার্গান্ডি
ততটাই হেয়ার পিন যতটা পর্দার ওপার
রাত দিয়ে বেঁধে রাখে চুল
যে মেয়েটির তিনবার বিয়ের কথা জানি
তার হাতলে কেমন আছে চেয়ার
কতটা ঠোঁট গান গেয়ে যায়

মাংসের ভেতর ঘুমিয়ে পড়ার আগে, পাখি

No comments:

Post a Comment