08 May 2016

মাহমুদ সিদ্দিকী



এখন হেমন্তকাল-
শুনেছো সখা, আকাশে মেঘের ডাক,
গনগনে সূর্যটা লাল
হারিয়ে গেছে, হয়েছে আড়াল!

খানিক আগেও ছিলো উজ্জ্বল
চারদিক তেতে ওঠা সূর্যের আলোয়,
ঘনালো কিসের ঘনঘটা?
মেঘে মেঘে ঢেকে গেলো আকাশ কালোয়!

দেখছো কি সখা, সাদাকালো মেঘ
করে উড়াউড়ি আকাশের বুকে?
চলোনা দুজনে আকাশ দেখি,
বেঁচে থাকি হৃদয়ের সুখে!

খানিক পরেই যদি নামে ঢল,
ভিজবে কি সখা আমার সাথে?
খোলাচুলে রবো বসে, ফুলের দল
ছড়াবো চাঁদনী রাতে!

তোমায় নিয়ে সখা স্বপ্ন দেখেছি,
আঁচলে বাঁধবো চিরকাল,
তোমাকে নিয়েই ভাসাবো ভেলা

হৃদয়ে রাখবো সাঁঝ-সকাল!

No comments:

Post a Comment