আনন্দধারা
অ্যাকাডেমিতে চিত্রকলার এক্সিবিশন
অচেনা সময় জুড়ে মানদন্ডের রেষারেষি
আক্রোশী খুনজখমে ইতিকথার মৃত্যু
___
জীবন জুড়ে বৈরিতা
ঘৃণার লেভেলে এভাবেই ষোলকলা পূর্ণ
___
"আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস উথলি
যায় অনন্ত গগনে॥
পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া
-সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি"
___
দিনরজনী কত অমৃতরস উথলি
যায় অনন্ত গগনে॥
পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া
-সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি"
___
বসন্তের শহরতলি তে
মারনাস্ত্রের পরাজয় , মুগ্ধতার জয়
ব্যাসার্ধ
তেমন কোন পূর্বাভাস ছিলোনা
প্রতিদিনের অভ্যাসবশত কবিতা লিখতে বসেই
চোখ গেলো আকাশের দিকে
____
কবিতা বুঝিনা আমি
বুঝি, বিষণ্ণ নীলাকাশ জুড়ে ডার্ক সার্কেলের আঁকিবুঁকি
বুঝি, শিমুল পলাশের ঝরে পড়া স্কেলিটন জুড়ে
প্রকৃতি খেলা করে
____
হেমন্তের ফসল, শালিক চড়ুইয়ের খুনসুটি
রাতের উজ্জ্বল তারা, অভিমানী জোনাকি
কবিতার খাতায় রূপোলি ঝিনুক খেলা করে
____
কবিতা বুঝিনা আমি
শুধু বুঝি, সব শূন্যতার ছবি আঁকা যায়না
কেঁপে যাওয়া স্বরও কলমের সহায়তায়
আদুরে কবিতা হয়ে ওঠে
অপরাজিত
ইচ্ছে-কথার মৃত্যু
চেষ্টা করেও আজকাল আর লিখতে পারি না
অন্ধ সময়
চেষ্টা করেও আজকাল আর পড়তে পারি না
____
আক্রোশী জীবনের প্রতিনিয়ত খুন-জখমে
পড়াশোনা, লেখালিখি প্রায় বন্ধ
____
বসন্তের পলাশ রঙ মেখেই
২১ শে ফেব্রুয়ারী এলো-
মধুমতী এ মাসের সমস্ত অনুভব মেখে , ভালবেসে
ভাষা দিবস পালন করি
____
তবু দেখো
অভিযোগে , হাহুতাসে , অনুযোগে
'বাংলা' ভুলে গেছি
____
অথচ-
সকাল গড়ায় চৌরাস্তার সূর্য -বন্দনায়
আমার কাছে 'বাংলা ভাষা' বেঁচে থাকে অপরাজিত প্রনামে
আমার কাছে 'বাংলা ভাষা' বেঁচে থাকে অপরাজিত প্রনামে
No comments:
Post a Comment