17 May 2016

রত্নদীপা দে ঘোষ



দশ পংক্তি রবীন্দ্রনাথ

দেওয়া এবং সাড়া না দেওয়ার ঝর্ণাকলমটি স্বয়ং রবীন্দ্রনাথ
ইমেজারির লাক্ষাহ্রদ হে, দুলছ তুমি, বাজছ তুমি মৃদু রবিধ্বনি
এমন সমঝোতা প্রেমের সাথে যে প্রতিটি অটুট পংক্তিই রবীন্দ্রনাথ
রবীন্দ্রকে ভালবেসে মৃণালিনী কমলে ছুটে যায়, ছুঁতে চায়, ঝরে যায়
চিবুকে চুমু খেয়ে রবীন্দ্রনাথ বললেন, লাবণ্যে  হেরেও জিতে গেছ তুমি
রবিঠাকুরের দ্বিতীয় অংশ আকাশ আর প্রথম ফুলন্ত মন্থরআলাপ
যেদিকেই যাই রবিঠাকুরের পায়ের সরোবর আর আমার জোড়া কুসুম
রাতচরা রবীন্দ্রনাথ দিনপাখিদের প্রনম্য, চিরকালীন রাত্রিজাতক
এর মধ্যে একদিন ফোনে রবিবাবু আমাকে পৃথিবী শোনালেন 
আজ দুপুরে রবির সাথে আমার মৃগয়া, চলবে কাল অবধি 

No comments:

Post a Comment