ভেঙ্গে
যাচ্ছে ক্রমশঃ
ঐ
শাদা পায়রার মখমল ওম হতে উড়ে যায় মায়া
ক'টি পাতা ঝরে, গাছেদের কান্না শুনে থেমে যায়
মন
খারাপের সরীসৃপ; পাখার আদর পোড়ে একা
ঠোঁটের
মমতা শুকোয়; স্নিগ্ধ শৈলী সব সরে গেলে
পরে
একা পৃথিবীর বুক পুড়ে যায় অনিমেষ
অভিমান
ভুলে নিভৃত নদী তবু বৃষ্টি হয় একদিন;
প্রাণ
খুলে দেখি
সব
সুবাতাস বয়ে আনে উজ্জ্বল আলো
বিষণ্ণ
জনপদে-
কিছু
আলো তবু কখনোই পায়না নাগাল তোমার!
No comments:
Post a Comment