07 May 2016

মো: ইফতেখার আলম রূপম


আর একবার ডাক দাও

অন্যায়ে প্রতিবাদী হও
প্রয়োজনে প্রতিরোধ কর,
ধর্ষণ,ব্যভিচার,অন্যায়,অবিচার,
দেশ হত্যা,জুলুম জালিয়াতি
হোক যা তা,
আর একবার যুদ্ব হোক
 
ধর্ষিত বালুকণার বুকে,
জাগিয়ে তুলো কবর'বাসী সূর্য সৈনিকদের,
যেখানে শিকল হাতে বিবেক গুলি
 
আজ বড্ড নির্লজ্জ,হচ্চে শোষিত!
 
আর একবার ডাক দাও
 
লাল সবুজের হাতে,
যেখানে মানুষত্ব কথা বলবে উদ্বত শহীদের রক্ত চোখে!
 
ভালোবাসার প্রকৃত নির্যাস ঢকঢক করে গিলে নাও হৃদপিন্ডে,
এসো,সেই অমৃত সুরা পান করে
 
পথে ডাক দাও-
বিপদে সহযোগী হও সহযোদ্ধা,
 
চাই,স্বাধীন হবে আমার সমস্ত স্বাধীনতার ।
মাটির মুঠোয় তুমি আমি
 
আমরা সবই মানুষ,
 
ওরাও তো মানুষ অনাহার ভোগি,
অভুক্ত আশ্রয়হীন,জরাজীর্ণ বস্ত্রগৃহ,
অবহেলিত দরিদ্র এ আমার জাতি,
 
এগিয়ে দাও-
তুমি বিত্তবান সমাজ সংগতি।
 
এসো অস্থায়ী সুখে নয়,
গড়ি তুলি মন মন্দিরে চিরস্থায়ী নিবাস,
মানুষ আমরা এগিয়ে যায়
নিরাপদ নিরপেক্ষ হয়ে-
এগিয়ে যাবে আমার বাংলাদেশ।
 
সদা জাগ্রত করে ঘুমন্ত বিবেক
 
হে জাতি জ্বালাও দ্বারে দ্বারে
 
তব বিদ্রোহী মনুষ্যত্ব প্রেমিক।

No comments:

Post a Comment