08 May 2016

মিশকাত উজ্জ্বল


এ শহর বড় হননপ্রিয়
(তনু হত্যার প্রতিবাদে এ কবিতা)

এ শহরের অলিগলিতে, উদ্যানে, অফিসপাড়ায়
গৃহশিক্ষকের নির্জনকক্ষে, গির্জা, মাদ্রাসায়
হত্যা-ধর্ষনের নিত্য মহড়া চলে
মোহময়, অভিনব ছলে।
কি সহকর্মী; কি সেবিকা
কি গণিকা; কি প্রেমিকা
কি ভ্রমণস্থল; কি স্বগৃহে
নৈব নৈব চ নিস্তার নারী নিগ্রহে।
ভোরের আলো ফোটা দিন থেকে
গভীর তমসার রাত ব্যাপে
ধর্ষিতার আর্ত-চি
কারের বিষবাষ্প
ধরিত্রীকে করে অভিশপ্ত।

সভ্যতা-সফলতার অর্ধাংশ-ভাগিদার নারীর কান্না
শুনেও যেন কেউ শোনে না!
ঘৃণ্য পাশব-দুর্বৃত্তির নব-সংস্করণ
জাতির নিরাপত্তায় নির্লিপ্ত কলংকিত সেনাগণ-
ক্ষমতাবলে করছে 'ধরাকে সরা গণ্য'
এ দেশ তবে কি খুনিদের অভয়ারণ্য?

No comments:

Post a Comment