সুদূরিকা-১৩
গত রাতে
তুমি আমাকে একটি কবিতা লিখতে বলেছ
আমি পারিনি,
আমি পারি না-
কবিতা
আমার ভেতর নাজিল হয়, আমি কবিতায় ভেসে বেড়াই
তুমি
বললেই আর আমি ইচ্ছে করলেই কবিতা লিখতে পারি না
কবিতা
লেখা যায় না-
আমি অনুভব
করি
কবিতা
নিয়ে সরাসরি কেউ নেমে আসে।
কবিতা
আমার ক্বলবের ভেতর থেকে উগরে বেরিয়ে আছে
গভীর
রাতে আমার ভেতর কবিতা নাজিল হয়
আমি তখন
পৃথিবীর সব কিছু ভুলে যাই
গভীর
ধ্যানে কবিতায় নিমগ্ন থাকি।
সুদূরিকা-১৪
তুমি হাত বাড়ালেই
তোমার হাতের স্পর্শ
পাই
তুমি ফিরে তাকালেই
তোমার প্রাণের স্পর্শ
পাই।
এই তুমি আছো
এই তুমি নাই।
_____________
No comments:
Post a Comment