22 August 2017

মাহমুদ নোমান




জিকির
আয়,আয় দুঃখ আয়
তোদের নিয়ে জিকির করি
কালাচাঁনের দাঁরা ঘরে ,
জজবা হালে ঢোলের তালে
রঙে-ঢঙে নৃত্য করি-
আতর মেখে সিনায় সিনায়
মনমোহিনী - নিত্য স্মরি ,
মোমের আলোয় ও দুঃখ
তুমিও পুড়ো,আমিও পুড়ি...



মাঠ কথন
শীত এলে মাঠের ঘাসগুলো
মারেফতের নূরে-তজল্লিতে
জজবা হালে কাঁদতে কাঁদতে
চোখে আর জল থাকে না
ভোমরা ফিরেও তাকায় না
রুকসত পেয়ে পাখিও
উড়ে বসে খালে বিলে

আত্মার করোটিতে মৌসুমী বায়ুর
রাজত্বে মাঠ ও আমি
ইসরাইল অধ্যুষিত ফিলিস্তিন




নীলার আঁচলে
নীলাকে লীলা উচ্চারণ করতে করতে
আগুনে দাউ দাউ
চেলপাতার কুঁড়েঘর ,
একটি মাত্র ভুলের শলাকায়
ঝাউয়ের আগা দুলিয়ে দুলিয়ে
সাঁ সাঁ শব্দে কয়েকটি বসন্তে
সাগরের উত্তাল ঢেউয়ে সন্ন্যাসী
বৃষ্টিতে অনুতপ্ত বালুচর;
গরম চা পিয়ে
নীলা উচ্চারণ শিখতে শিখতে
মেঘে মেঘে
ডুবে যাওয়া তারা



No comments:

Post a Comment