মিথ্যাবাদী
যাকে কখনো
ভালোবাসিনি
তার সাথে
স্বপ্নে ঘুরে বেড়াই ইটালি ,
মসৃন রাস্তায়
ট্র্যাকিং করি-
কাল রাতের
মোহময় ঘ্রাণ
নিলামে যাবার
আগে
ভেড়াগুলো
আমার
পাশ ঘেঁষে
দাঁড়ায়-
বস্তুবাদী
ঈশ্বর জানান
আমার মিথ্যেয়
তিনি ক্লান্ত
আবার কবে
আমি
সত্য বলা
শুরু করবো??
এ মদির চোখ
তোমার ভেতরের
আগুন নাকি নিভছে না
এগুলো বরফের
দেশে পাঠাও
তোমার নারীর
ডান গালে যে কালো তিল
সেখানেও
জমিয়ে দিতে পারো ওই বিধ্বংসী আগুন-
অনেকগুলো শঙ্খচিল আজ বাতাসে ভেসে বেড়ায়
তারা জানে
না তোমার
প্রিয়তমার তিলের খবর
নেশা ধরানো
চোখে জানিয়ে
দাও
এবার তুমি
ধ্বংস হবে
হে মদির
চোখের যুবা।
No comments:
Post a Comment