মৃত্যুর গন্ধ বোধহয় রজনীগন্ধার মত,
নাকি মর্গের মত?
...অথবা দুটোই।
কখনও কখনও রজনীগন্ধার সাথে
ধূপের গন্ধ
গা ঘষাঘষি করে একে অন্যের মধ্যে বিলীন...
মনে করিয়ে দেয় প্রিয়জনের চলে
যাওয়া।
ক্রমশ আরও অনেক গন্ধ এসে মেশে
মাংস আর কাঠ পোড়ার গন্ধ
চুলপোড়ারগন্ধ
চামড়া পোড়ার গন্ধ
গঙ্গার জলের গন্ধ
এক ফাঁকে
ভেজা কাঠ থেকে বেরনো ধোঁয়ার সাথে মিশে যায়
বাসী ফুলের গন্ধ ছড়িয়ে থাকে
অসহায়
দেশী মদ আর গাঁজাভরা সিগারেট
জমাট ঠান্ডায়
সব শ্মশানের পাশেই একটা করে
মিষ্টির দোকান থাকে
আর চায়েরও…
মৃত্যু মানে আসলে অনেক রকম গন্ধের কোলাজ।
No comments:
Post a Comment