নির্ভরতার চাবি
যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র নয়,
নয় বিকলাঙ্গ সমাজব্যবস্থা,
শৌর্যবীর্যে দাম্ভিক প্রজন্মের
মিথ্যে বাহাদুরি নয়,
নয় প্রতিশ্রুতিশীল নেতাবর্গের
বাকবিতণ্ডা।
মরচেধরা দুই কাঠের সংযুক্ত লোহাচুর
নয়,নয় ঘুণধরা খিল,
আঁশটে জলের গন্ধ নয়,নয় ভেসে আসা খড়কুটো।
দিলাম তুলে তোমার হাতে জোড়াপ্রেমী,ফুল হয়ে ফুটেছে সদ্য।
দিলাম তুলে আমার যাবজ্জীবন,
দিলাম তুলে তোমার হাতে, আমার সকল চাওয়া,
সকল পাওয়ার সমাপনী মূল্য,
দিলাম স্বপন দিলাম আশা
দিলাম একমাত্র, দুই সময়ের,
দুই পরিণতি , জীবনমরণ।
দিলাম সক্কালবেলার রোদ্দুর, বিকেলের গোধূমচূর্ণ,
সন্ধ্যাদীপ শুকতারা,
জোনাকজ্বলা ঘনবীথি।
দিলাম ষড়রস রেখে সবটুকু দাবি।
আমার সকল অপারগতা ঘুচিয়ে দিয়ো, সেই প্রত্যাশায়,
তোমার হাতে দিলাম
তুলে, আমার নির্ভরতার চাবি।
No comments:
Post a Comment