22 August 2017

ফাহাদ ইমতিয়াজ


1.
নীরা ব্যতিব্যস্ত হয়ে সামনে থেকে পালাতে চাইলে
পেছন থেকে বুকে জড়িয়ে ভালবাসি বলা হবেনা হাজারবার
কারন এই মুহূর্তে সামনের মানুষটি আবিদ নেই আর
নীরা'ই বেছে নিয়েছে এমন সংসার!!!

2.
শ্রাবণ
এই শহরের বুকে ঝরে পড়া বৃষ্টিধারার মত
তুমি এসেছিলে জীবনে ক্লান্তির শেষ করে দিতে
নীল বিষাদের পেয়ালায় জমিয়েছি তোমায়
বিষ তোমায় ছুঁলে সুধা ভেবে পাণ করে নিবো বলে
তুমি বৃষ্টি ফোঁটার মত অজস্র বিন্দু হয়ে
ভিজিয়ে নিলে দুঃখের স্মৃতি যত
আমি ভিজে যাই নিত্যদিন তোমার স্পর্শে
চুপসে যাওয়া ঐ বৃক্ষ পাতার মত!

তারপর,
বৃষ্টি শেষের ঐ সবুজ সতেজ পাতার মত
আমি বেঁচে উঠি তোমায় ভালবেসে

3.
তোমাকে বুঝতে পারাটা বহু জন্মের ইচ্ছে আমার
তুমি হয়ে যাওনা কেন প্রিয় গল্পের বই!
কিংবা প্রিয় কোন উপন্যাসের বই
ইচ্ছে মত পড়ে নিতাম তোমায়,
বুঝে নিতাম নিজের মত!
মন খারাপের রাতে উল্টেপাল্টে দেখে নিবো তোমায়
কিংবা পুরো পড়ে নেবো বর্ষণমুখর সন্ধ্যায়!



No comments:

Post a Comment