22 August 2017

নিষাদ মজুমদার





প্রিয়মুখ
চেনা শহরে বড্ড অচেনা তুমি
খুব অচেনা স্বচ্ছল জীবন।
এই শহরের অলিগলির মত ষড়যন্ত্র নগরায়ন
আমরা সকলেই চিনি শহরকে
চিনি তোমাকে, তোমার গলি,
তোমার বাসার হোল্ডিং নাম্বার
শ্যাওলা ধরা দেওয়ালে লেখা নতুন কোন নাম
খুব চেনা লাগে অক্ষরগুলো
মুছে গিয়েও মুছছে না নতুন এপার্টমেন্টের দাগ,
ড্রেন ছুঁয়ে নোংরা প্রেম,ছলচাতুরীর প্রেম ।
 কুকুরের মুখে নাড়কাটা শিশু, খুব চেনা লাগে

পথের ধারে পরে থাকা বস্তা ভরা বীর্য
গতরাতের সুখের খবর রাস্তায় পরে দুঃখবিলাস।
অভাবের কোন পরিচয় থাকে না
অভাবের পিতা নাই, ঘুম নাই
রাত পোহালে প্রখর রোদ, রাত হলেই বৃষ্টি
অথচ, আমার কাছে অভাবকে মনে হয়,
অভাব হচ্ছে আমেরিকান রাষ্ট্রে রাস্তায় বেড়ে ওঠা লিংকন
হুটকরে রাষ্ট্রের নায়ক হওয়া, ঠিক যেনো স্বপ্নের মতন।
অথচ এই শহরের অভাবগুলো বীর্য মত
কোন নিয়ম মানে না, নাই কোন স্বভাব
প্রিয়মুখগুলোর কাছে খবরের পর পাঠায়
এই শহরে বেঁচে আছি, হাত পেতে দুমুঠো খাওয়া যায়।



কবি বেঁচে থাকুন
কবিদের কোন চাকুরী করতে নেই
তাদের দরকার অলসতা আর হতাশা
যেনো মাস শেষে কুড়ি হাজারের বদলে
কুড়িটা কবিতা জমে খাতায়।
ভাল আমি থাকবই
মাত্র কুড়িটা বছর যাক পেরিয়ে
কবিতা আমি তোমার কাছেই ফিরবো
কুড়িটা বছর যাক পেরিয়ে।
বৃষ্টির অন্ধকারে থাকুক ঢেকে দিলাম মেঘে
কবিতারা আড়াল হোক
চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবো রাত এগারোটার পরে
হতাশ হয়ে ঘুমকাতুরে চোখ নিয়ে
দপ্তরে কি মন বসে
আপাতত মাস শেষে কুড়িটা কবিতার বদলে
কুড়ি হাজার টাকাই কবিকে বাঁচাতে পারে।
কবি বেঁচে থাকুন
অনুরোধ সত্ত্বা বাঁচান
একটি বৃক্ষ কাটার পরে
দুটি বৃক্ষ লাগানোর জায়গা রাখুন
কবি বেঁচে থাকুন কুড়ি বছর।
________________________

No comments:

Post a Comment