22 August 2017

লুৎফুর রহমান পাশা





স্বাক্ষর
প্রেমের বর্ণমালা শিখিনি নন্দিনী,
অবোধ্য সব অক্ষর।
তোমার বুকে পঞ্চ নদের রেখাচিত্রে
একে দিলাম নির্জন স্বাক্ষর।

ঝিরঝিরি বাতাসে কেঁপে উঠে ঘন কার্মুক রাজি
পাপ লভিবার লোভে কম্পিত আজই
আমার হিয়া। তুমি পুলকে ফেলো শ্বাস
উড়ে যায় এক ঝাঁক বক পক্ষী, ডানায় শীতল বাতাস

 আমি সে বাতাসে ঝড়ে পড়া পালক। নেই ঘুম
চোখে। নিদ্রাহীন রাতে খুঁজে ফিরি বন ডাহুকের ওম।
তোমার বুকে ধারন করো ওমের মত প্রেম
পথ হারা পথিকের সরাইখানা, নিষিদ্ধ হেরেম।

দুরু দুরু হিয়া যেথায় ভয়ে কাপে বুক
তুমার ইচ্ছাতেই স্বর্গ নামুক, অপরাধ হোক
পুলকিত কম্পিত হাতে খুলো স্বর্গ নরকের দুয়ার
উন্মুক্ত তরবারির রাঙ্গাস্রোতে নামে খুনের জোয়ার।

জানি, একই স্রোত উজানে বহেনা চিরদিন
ললাটে অমরাবতীর চিহ্ন নহে অমলিন
বুকের ভেতর নেমে আসে শুধুই মাংসের গন্ধ
আর অস্তিত্বের টানাপোড়েন দ্বিধাদ্বন্দ্ব।

প্রতারনা শিখিনি নন্দিনী, শিখিনি প্রেমের কোন মন্তর,
শিখেছি বিলীন হতে জলের সাথে,
গুর দক্ষিণায় হৃদয়ের পরে লিখে দিতে নির্জন স্বাক্ষর।।

No comments:

Post a Comment