22 August 2017

সেলিম রেজা



কেউ নেই, কেউ তো আছে
হেঁটে হেঁটে দীর্ঘ পথের সীমানা পেরিয়ে
সারাটা দুপুর কুড়ায় কষ্টের বকুল
কেউ নেই, শোনে না কেউ ঝরাপাতার মর্মর ধ্বনি
কেউ নেই, কেউ নেয় না টেনে বুকে
কেউ নেই, কেউ হাসে না পরম সুখে
কেউ নেই, কেউ একবার দেয় না ছুঁয়ে
কেউ নেই, কেউ লজ্জায় পড়ে না নুয়ে
কেউ নেই, কেউ দেয় না মুছে কপালের নুন ঘাম
কেউ নেই, কেউ জড়ায় না স্বপ্ন সবুজ আঁচলে
বছরের পর বছর গেল, বয়সের ভারে নুব্জ্য
একলা মানুষ চলে না আর;
বাড়ে দীর্ঘশ্বাস বিষ বিষাদে মুখ থুবড়ে পড়ে
শেকড় ছড়িয়ে শিখরে, ঘন সবুজপাতার বৃক্ষ
উড়ে এসে বসে পাখি, কথা হয় পাখিদের সাথে
হাওয়ায় দুলে ঘাসফুল মুঠোভর্তি স্বপ্নও
আচমকা কড়া নাড়ে সদর দরজায়
কেউ নেই, হয়তোবা আছে কেউ
কেউ তো আছে বাড়াবে হাত,
কেউ তো আছে
এগিয়ে দেবে নির্ভরতার কাঁধ


দিনলিপি-১০৮ 
টিনএজ সময় বিলবোর্ড জুড়ে বুকের চশমা
হরেকরকম রঙে এক একটি উদোম শরীর
মডেলিং বালিকা নয় যেন শিকারী সি-গাল
অন্তর্বাস খুলে তাকিয়ে আছে স্বপ্নের চারা ...




একগুচ্ছ কষ্ট
অলস বিকেলে হাত বাড়ালো একগুচ্ছ কষ্ট
স্বামী সংসার ঘর দোর নিজস্ব ভাবনা
বাচ্চার ইস্কুল- টিফিন, দৈনিক বাজার সওদায়
পিঁয়াজ রসুন তেল মসলা আরও কত কী
সন্ধ্যায় বিছানা -বালিশ, রাতে খাবার-দাবার
পালাক্রমে সবই যাচ্ছে দিন;
সময় ফুরোয় গোপনে-সঙ্গোপনে
নিজের জন্যে কাঁদে মন ঝরে অশ্রুফোঁটা
সামনে-পেছনে শূন্যতা, মাঝরাতের আলো নিভে
গাঢ় অন্ধকার; হাঁটাহাঁটি নিজের সাথেই নিজের আলাপ
সুখপাখি উড়াল দিয়েছে ভিনদেশে
মানুষের ভিড়ে মানুষ, আসল মানুষ কই!
হীমশীতল শরীর খোঁজে উষ্ণতা
অসীম শূন্যতায় সাঁতরে সাঁতরে বাড়ে বয়স
বেলা-অবেলায় একা বিষম একা
যদি পারো ফিরে এসো মনপাখি
যতটুকু জমেছে হাহাকার পুষিয়ে দেবো দায়-দেনা
কোন এক প্রবল বর্ষায় কিংবা শীতের রাত...



No comments:

Post a Comment