22 August 2017

পিয়ালী বসু


ক্রমশ ...
ধুপকাঠি সন্ধে
আঙুলের খোলস ছাড়ানো বিকেল ঘুরে যেতেই মনে পড়ে তোমার কথা
ঝুঁকে পড়া শরীরী অভ্যাস আজকাল থইথই হানিডিউ আদরে ভাসে
.
একসাথে হাঁটার ছবিটি প্রেম নয় , বরং মগ্ন বিরহের অনুষঙ্গ বহন করে আনে , যাকে নির্মোক আশ্লেষে প্রস্তাবিত অসমাপ্ত গল্প ' মনে হয়
.
বিশেষ নির্মাণ প্রক্রিয়ার অভিঘাতে
স্থায়ী অন্তরা পেরিয়ে ... গোপন চিবুক জুড়ে অনুরণিত হয় __
অন্য এক নারী জন্মের অলিখিত মনোলগ

কার্ফিউ
ঠোঁটে এখনও গত জন্মের কার্ফিউ
প্রিয় বন্ধুর প্রেমিক কে চুমু খাবার পরে লিখে যাবো জীবনের শেষ শরীরী এপিটাফ
জাতিস্মর শহর .......
আমার স্বেচ্ছা মৃত্যু কে স্বচ্ছন্দে হাঁটতে দিয়ো ইয়েটস'র দেশে

No comments:

Post a Comment