25 January 2017

নির্ঝর নৈঃশব্দ্য






একটি সুধাকর
হারিয়ে যাওয়া সমুদ্রের তৃষ্ণায় চর জাগে
সোমত্ত জোয়ারের বেলা ক্রমশ রক্তকে জাগায়
নোনতা স্বাদ পরিব্যাপ্ত পথের রেখাকে বৃত্ত বানায়
সমুদ্র কি সদেহ হারায়
একটি সুধাকর ঘুরে
ঘুরে ঘুরে খুঁজে মরে রাতনীল শেষ অধ্যায়
কতক্ষণ খুঁজে



এইসব শকল
আর সে বললো নদী
আর ইহা নদীবেষ্টিত
একটি শব্দ গ্রাস করে এইসব শকল
একটি বিশ্বাস নষ্ট হয় দূরাগত রশ্মিতে
শব্দটি তৈরি করে নৈঃশব্দ্যের বিস্তার
নদী চিরদিন খুঁজে তার দেহের আকার 

No comments:

Post a Comment