চরকিঅলা
রাজপথের মাঝে গুটিকতক চরকি পরে আছে… লাল।
কেটে কেটে হাওয়া আসছে। কিছুদূরে রঙিন স্বপ্ন হাতে
উড়ছে শৈশব
কেটে কেটে হাওয়া আসছে। কিছুদূরে রঙিন স্বপ্ন হাতে
উড়ছে শৈশব
ঢিলেঢালা প্যান্ট আর ডোরাকাটা শার্টে কি অবলীলায়
আনন্দ বিক্রি করতে করতে এগিয়ে যাচ্ছে চরকিঅলা।
একবারও পেছন ঘুরে দেখছে না পথ চলতি কত মানুষের
সুখস্মৃতি উসকে দিচ্ছে সে ডাউন মেমোরি লেনের আগুনে
আনন্দ বিক্রি করতে করতে এগিয়ে যাচ্ছে চরকিঅলা।
একবারও পেছন ঘুরে দেখছে না পথ চলতি কত মানুষের
সুখস্মৃতি উসকে দিচ্ছে সে ডাউন মেমোরি লেনের আগুনে
দীর্ঘদিন ঝাঁপবন্ধ এ.টি.এম এর সিঁড়ি ও আমি সাক্ষী ছিলাম।
আঘাতপ্রাপ্ত একটা চরকি উড়ে এলো… ভঙ্গুর কাঠামো
আঘাতপ্রাপ্ত একটা চরকি উড়ে এলো… ভঙ্গুর কাঠামো
কি অদ্ভুত সমাপতন!
__________________
No comments:
Post a Comment